Cvoice24.com


খাগড়াছড়িতে সপ্তমীতে বিনামূল্যে চিকিৎসাসেবা    

প্রকাশিত: ০৭:৪১, ৫ অক্টোবর ২০১৯
খাগড়াছড়িতে সপ্তমীতে বিনামূল্যে চিকিৎসাসেবা    

ছবি: সিভয়েস

"সেবা নিন, সুস্থ থাকুন" এই প্রতিপাদ্য নিয়ে সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ছাত্র-যুব পরিষদের আয়োজনে শনিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

সংগঠনের সভাপতি স্বপন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, প্রতিবার দুর্গাপূজার সনাতন ছাত্র-যুব পরিষদ বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন একটি মহৎ উদ্যোগ। এতে এলাকার অনেক অসহায় মানুষ উপকৃত হয়। এই উদ্যোগ সবসময় থাকে এবং এটা আগামীতে আরো বড় পরিসরে করার জন্যও আহ্বান জানান তিনি।  

এসময় চিকিৎসাসেবা কার্যক্রমের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান।        

সভায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,  লোকনাথ সেবাশ্রম-এর সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য, কুমার ভট্টাচার্য, লক্ষীনারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সহসভাপতি আশীষ ভট্টাচার্য্য, সনাতন ছাত্র-যুব পরিষদের সাবেক সভাপতি শিব শংকর দেব, সমাজসেবক স্বপন দেবনাথ ও বিশেষজ্ঞ চিকিৎসক পলাশ নাগ।

এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে ১৪ জন ডাক্তার রোগীদের সেবা দেন। 
চিকিৎসাসেবা উদ্বোধন করে সনাতন ছত্র-যুব পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক দিয়ে ডাক্তারদের বরণ করে নেন অতিথিরা।

সিভয়েস/আই

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়