Cvoice24.com

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার 
আবুল খায়ের টোবাকো কোম্পানির তিন কর্মচারীকে অর্থদণ্ড

প্রকাশিত: ১৬:০৩, ২৯ সেপ্টেম্বর ২০১৯
আবুল খায়ের টোবাকো কোম্পানির তিন কর্মচারীকে অর্থদণ্ড

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করার দায়ে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড চট্টগ্রামের তিন কর্মচারীকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড করেছে আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুস্মিতা আহমেদ এ অর্থদণ্ড করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক, একই কোম্পানির লোহাগাড়ার টিএসও (টরিটরী সেলস অফিসার) ফেরদৌস খান ও এবং এস.আর লোহাগাড়া উপজেলার ভূঁইয়া পাড়ার কবির আহমেদ বাড়ির কালু মিয়ার ছেলে আবদুল শুক্কুর (২৭)।

লোহাগড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী সিভয়েসকে বলেন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা করার অভিযোগে গত ১৮ জুলাই চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। আদালত এ মামলায় আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড চট্টগ্রামের তিন কর্মচারীকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

সিভয়েস /এমআই/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়