Cvoice24.com


চসিককে ৩৫ কোটি ৫৫ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স দিল বন্দর

প্রকাশিত: ১৫:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯
চসিককে ৩৫ কোটি ৫৫ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স দিল বন্দর

ছবি: সিভয়েস

নির্ধারিত সময়ে হোল্ডিং ট্যাক্স প্রদান করায় ১২ শতাংশ রিবেটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে মোট ৩৫ কোটি ৫৫ লাখ টাকা প্রদান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বন্দর ভবনের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান তার নিজ কার্যালয়ে এমন একটি চেক হস্তান্তর করেন। 

এসময় মেয়র আ জ ম নাছির উদ্দীনের পক্ষে চেকটি গ্রহণ করেন চসিকের রাজস্ব সার্কেল-৮ এর কর কর্মকর্তা মো. সারেক উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় বন্দরের প্রধান অর্থ  ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান সিভয়েসকে বলেন, বিভিন্ন সময়ের ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরকে এবার মোট ৩৯ কোটি টাকার হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে দেয় চসিক। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রদান করলে ১২ শতাংশ রিবেট পাওয়ার কথা জানানো হয়। তাই আমরা নির্দিষ্ট সময়ের আগে দেয়ায় মোট ৩৫ কোটি ৫৫ লাখ টাকা দিতে হয়েছে আমাদের। বাকি ৩ কোটি ৪৫ লাখ টাকা আমরা রিবেট পেয়েছি।

তিনি আরও বলেন, গতকাল আমরা ৩০ কোটি ৫৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছি। তবে আরও ১৫-২০ দিন আগেই ৫ কোটি টাকা প্রদান করেছি। আগামী ৩০ তারিখ চেকগুলো ছাড় পাবে।

-সিভয়েস/এএফ/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়