Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


শেষ হলো ২৭দিন ব্যাপী চসিকের সবুজমেলা

প্রকাশিত: ১৫:৪৯, ২২ সেপ্টেম্বর ২০১৯
শেষ হলো ২৭দিন ব্যাপী চসিকের সবুজমেলা

বক্তব্য রাখছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নগরের আউটার স্টেডিয়ামে ২৭দিন ব্যাপী সবুজমেলা শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দৈনিক একজন লোকের প্রায় ৫৬০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়। আর প্রতিটি পূর্ণাঙ্গ গাছ দৈনিক ১ হাজার ১২০ লিটার অক্সিজেন ত্যাগ করে। সেক্ষেত্রে চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য দুটি পূর্ণবয়স্ক বৃক্ষের প্রয়োজন। আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে অমূল্য অক্সিজেন উৎপাদনকারী বৃক্ষ রোপন করতে হবে।’

 

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ‘প্রিয় এই চট্টগ্রাম শহরকে অনেক নষ্ট করেছি। আর নয়। এবার আসুন হাতে হাত মিলিয়ে প্রতি দুই জনে একটি বৃক্ষ এই সচেতনতায় পথে নামি’। 

সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নগরবাসীর মাঝে বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সবুজ মেলার আয়োজন করা হয়। জনগণের সাড়া আমাদের উদ্যোগকে পূর্ণতা দিয়েছে। সফল করেছে।  প্রতিটি মানুষের সামর্থ্য অনুযায়ী বাড়ির আঙ্গিনা, ছাদে বাগান করা প্রয়োজন।’

মেয়র বলেন, ব্যক্তি,প্রতিষ্ঠান, শিল্প  মালিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ ছাদ বাগানকারী সকলকে আগামীতে আরো বড় পরিসরে প্রণোদনার পরিকল্পনা নেয়া হচ্ছে। ছাদ বাগানকারীদের জন্য 
আগামীতে ক্যাটাগরি ভিত্তিক ‘মেয়র এ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান করা হবে। 

অনুষ্ঠানে চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো সামসুদ্দোহা, পরিবেশ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, মেলার সহযোগী প্রতিষ্ঠান তিলোত্তমার চেয়ারম্যান শায়লা আবেদীন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চসিক কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৫ আগস্ট আউটার স্টেডিয়ামে শুরু হয় ১৫ দিন ব্যাপী সবুজ মেলার। এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ক্রেতা চাহিদা ও জনপ্রিয়তা অর্জন করায় মেলার সময় এক সপ্তাহ বৃদ্ধি করেন। প্রতিদিনের সবুজ মেলায় ক্রেতা বিক্রেতা ও বিপুল দর্শক সমাগমের কারণে তৃতীয় দফায় আরো এক সপ্তাহ বৃদ্ধি করে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। ২৭দিন ব্যাপী এ মেলায় প্রায় ১০ লাখ চারা বিক্রি হয়।

সিভয়েস/ইউডি/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়