Cvoice24.com


৪ উইকেটে তৃতীয় জয় পেল বাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩২, ২১ সেপ্টেম্বর ২০১৯
৪ উইকেটে তৃতীয় জয় পেল বাংলাদেশ

ছবি: আকমাল হোসেন

শুরু থেকেই পর পর উইকেট পড়ার হিড়িক। মাঝে মুশফিক-সাকিবের ৫৮ রানের জুটি কিছুটা স্বস্তি দিলেও শেষ পর্যন্ত হাল ছাড়তে হয় মুশফিককে। এর সাথ সাথে টানা আরও ৩ উইকেটের পতন। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগার শিবির।

তবে এক প্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে যেন উইকেট কামড়িয়ে পড়ে থাকেন অধিনায়ক সাকিব আল হাসান। সাথে করেন ৭০ রানে ঝড়ো ইনিংস। তার দায়িত্বশীলতায় মোসাদ্দেককে সাথে নিয়ে ১ ওভার হাতে রেখেই বাংলাদেশকে সিরিজের তৃতীয় জয় উপহার দেয় তারা।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে আফগানরা শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।

তরুণ অফ স্পিনার আফিফ হোসেন ধ্রুবর জোড়া আঘাত যেন টাইগার মূল বোলারদের উইকেট শিকারে প্রতিযোগিতায় নামিয়ে দেন। তারই ধারাবাহিকতায় আফগানরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান করতে সক্ষম হয়। জবাবে ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়লাভ করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৮/৭ (রহমানউল্লাহ ২৯, জাজাই ৪৭, আসগর ০, নাজিবউল্লাহ ১৪, নবি ৪, নাইব ১, শফিকউল্লাহ ২৩*, জানাত ৩, রশিদ ১১*; সাইফ ৪-০-২৩-১, শফিউল ৪-০-২৪-১, সাকিব ৪-০-২৪-১, মাহমুদউল্লাহ ১-০-১৬-০, মুস্তাফিজ ৩-০-৩১-১, মোসাদ্দেক ১-০-১০-০, আফিফ ৩-১-৯-২)

বাংলাদেশ: ১৯ ওভারে ১৩৯/৬ (লিটন ৪, শান্ত ৫, সাকিব ৭০*, মুশফিক ২৬. মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১, আফিফ ২, মোসাদ্দেক ১৯*; মুজিব ৪-০-১৯-১, নাভিন ৪-০-২০-২, জানাত ৩-০-৩১-১, নাইব ২-০-১৬-০, নবি ৩-০-২৪-০, রশিদ ৩-০-২৭-২)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

ম্যান অব দ্যা ম্যাচ: সাকিব আল হাসান (বাংলাদেশ)

-সিভয়েস/এএফ/এএস

ফয়সাল আবদুল্লাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়