Cvoice24.com


হাল ধরে বিদায় নিলেন মুশফিকও

প্রকাশিত: ১৫:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৯
হাল ধরে বিদায় নিলেন মুশফিকও

ছবি: সিভয়েস

আফগান বোলারদের ঘূর্ণিতে টাইগার দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে অধিনায়ক সাকিব আর উইকেটরক্ষক মুশফিকুর রহিম হাল ধরে দলকে অনেকদূর এগিয়ে নিয়ে আসেন। মাঝে মুশফিকের একটি সহজ ক্যাচ ছেড়ে দিলেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি তার। 

করিম জানাতের বাউন্ড খাওয়া পেস বলটি বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান মুশফিক। এসময় বাউন্ডারি কাছে থাকা শফিকুল্লাহ দৌঁড়ে এসে বলটি তালুবদ্ধ করে নেন। ফেরার আগে মুশফিক ২৫ বল থেকে ১টি ছয়ের বিনিময়ে করেন ২৬ রান করেন। এর আগে অধিনায়ক সাকিবের সাথে ৫৮ রানের জুটি গড়েন তিনি।

সর্বশেষ এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ দাঁড়িয়েছে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান। জিততে হলে এখনে ৫৫ রান করতে হবে। মাঠে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান (৪৬) ও মাহমুদুল্লাহ রিয়াদ (০৫)।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

-সিভয়েস/এএফ/এসএ

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে

সর্বশেষ

পাঠকপ্রিয়