Cvoice24.com


টাইগারদের ১৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিল আফগানরা

প্রকাশিত: ১৪:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৯
টাইগারদের ১৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিল আফগানরা

শুরুটা বেশ মারকুটে শুরু করলেও শেষ পর্যন্ত ১৩৮ রানেই আটকে গেল আফগানিস্তানের ব্যাটিং ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ফলে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৩৯ রান।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ৯ ওভার পর্যন্ত ৭৫ রান করে আফগান ওপেনাররা ম্যাচটি নিজেদের দখলে নিলেও আফিফ এসে ভেঙ্গে দেন সে আশা। 

প্রথমে সাকিব-মুস্তাফিজসহ মূল বোলাররা কোনো সফলতা না পেলেও আফিফ যেন সে স্বপ্ন দেখাতে সক্ষম হন। পরে একে একে সবাই মেতে উঠেন উইকেট নেয়ার প্রতিযোগিতায়।
এদিকে ফাইনালের আগে ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার। তাই দু’দলই ম্যাচটিকে মোটামুটি নিজেদের আরেকটু ঝালিয়ে নেয়ার কাজটিই করছেন। মোটামুটি টেনশন ফ্রি হয়ে খেলছেন তারা। তবে নিয়ম রক্ষার হলেও ম্যাচটি আন্তর্জাতিক হওয়ায় র‌্যাংকিংয়ের হিসেব-নিকেশ রয়েছে। তাই দুই পক্ষ একেবারেই হেলা ফেলা করতে চাইছেননা।

সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ১.৪ ওভারে বিনা উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়িয়েছে ০৭ রান। মাঠে রয়েছেন ওপেনার লিটন দাস (০৩) ও নাজমুল হোসেন শান্ত (০১)।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

-সিভয়েস/এএফ/এএস

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে

সর্বশেষ

পাঠকপ্রিয়