Cvoice24.com


সাইফের ইয়র্কার আর শফিউলে বাউন্সে সাজঘরে জাদরান-জানাত

প্রকাশিত: ১৪:০০, ২১ সেপ্টেম্বর ২০১৯
সাইফের ইয়র্কার আর শফিউলে বাউন্সে সাজঘরে জাদরান-জানাত

শুরুতে আফগান ওপেনারদের ভালো শাসনের পর আফিফের জোড়া আঘাতে যেন উইকেট নেয়ার প্রতিযোগিতায় নেমেছেন টাইগার বোলাররা। সাকিব-মুস্তাফিজের পর সর্বশেষ সে প্রতিযোগিতায় যোগ হন ডান হাতি পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন ও শফিউল ইসলাম। দুজনই নিজেদের তৃতীয় ওভারে এসে সফলতা পান।

সাইফুদ্দিনের ইয়র্কারে বোল্ড আউট হওয়ার আগে জাদরানের ব্যাট হতে এক ছয়ের বিনিময়ে আসে ১৪ রান। অন্যদিকে শফিউলের বলে করিম জানাত তালুবদ্ধ হন মুস্তাফিজের হাতে। ফেরার আগে তিনি করেন মাত্র ৩ রান।

সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান। মাঠে রয়েছেন শফিকুল্লাহ (১৫) ও অধিনায়ক রশিদ খান (০৫)।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

-সিভয়েস/এএফ

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে

সর্বশেষ

পাঠকপ্রিয়