Cvoice24.com


আফগান শিবিরে আফিফের জোড়া আঘাতের পর সাকিব-মুস্তাফিজের আঘাত

প্রকাশিত: ১৩:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৯
আফগান শিবিরে আফিফের জোড়া আঘাতের পর সাকিব-মুস্তাফিজের আঘাত

ছবি: সিভয়েস

৯ ওভারে সাকিব-মুস্তাফিজসহ কাউকেই পাত্তা দেননি আফগান দুই ওপেনার। ভালোই শাসন করে চার-ছয়ের ঝড়ো ইনিংস খেলতে শুরু করে তারা। অবশেষে টাইগারদের বোলিং লাইন আপের হাল ধরেন তরুণ অপ স্পিনার আফিফ হোসেন ধ্রুব। একই ওভারে তুলে নেন পর পর দুটি উইকেট।

দশম ওভারে এসে তৃতীয় বলেই ফিরিয়ে দেন আফগান মারকুটে বাহাতি ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাইকে। আফিফের অফ স্পিনকে লেগ কাট করতে গেলে বলটি আকাশে উঠে যায়। সাথে সাথে বলটিকে তালুবদ্ধ করে নেন মুস্তাফিজ। ফেরার আগে জাজাই ৩৫ বল থেকে দুই ছয় আর ছয় চারের বিনিময়ে খেলে নেন ৪৭ রানের ঝড়ো ইনিংস। 

একই ওভারের পঞ্চম বলে এসে আরেক টপ অর্ডার আজগার আফগানকে শূণ্য রানে ফিরিয়ে দেন আফিফ। একইভাবে বাউন্ডারি হাঁকাতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে তালুবদ্ধ হয়ে পড়েন তিনি।

আফিফের সাথে সাথ ইনিংসের ১১ তম ওভারে বল হাতে আসেন মুস্তাফিজ। তিনিও আফগান আরেক মারকুটে ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে সাজঘরে ফিরিয়ে দেন। মুস্তাফিজের হালকা বাউন্স বলটিকে লেগ কাট করতে গেলে উইকেটের উপরই উঠে যায় ক্যাচ। পরে দৌড়ে গিয়েই মুস্তাফিজ নিজেই বলটি তালুবদ্ধ করে ফেলেন। ফেরার আগে ২৭ বল থেকে দুই ছয় আর দুই চারের বিনিময়ে তুলে নেন ২৯ রান।

এদিকে ১৩তম ওভারে এসে উইকেট ফেলার প্রতিযোগিতায় অংশ নেন অধিনায়ক সাকিব আল হাসানও। ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে আফগান টপ অর্ডার বিপজ্জনক ব্যাটসম্যান মোহাম্মদ নবীকে এলবিডব্লিউতে আউট করেন তিনি। ফেরার আগে ৬ বল খেলে মাত্র ৪ রান করেন তিনি।

চৌদ্দতম ওভারের দ্বিতীয় বলে মাহমুদুল্লাহর দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট হয়ে ফিরে যান আরেক ব্যাটসম্যান গুলবাদিন নাইব। ফেরার আগে তিনি ১ বল খেলে মাত্র ১ রান করতে সক্ষম হন।

সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। মাঠে রয়েছেন নাজিবুল্লাহ জাদরান (১০) ও শফিকুল্লাহ (০৬)।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

-সিভয়েস/এএফ

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে

সর্বশেষ

পাঠকপ্রিয়