Cvoice24.com


টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৪, ২১ সেপ্টেম্বর ২০১৯
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চলমাম ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটির দুই ফাইনালিস্ট নির্ধারিত হয়েছে আরও দুই ম্যাচ আগেই। জিম্বাবুয়ের টানা হার যেন সহজ করে দেয় সেটি। তাই ফাইনালের আগে শেষ দুই ম্যাচই হয়ে পড়েছে নিয়ম রক্ষার ম্যাচ। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) আফগানিস্তান -জিম্বাবুয়ের পর আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেই নিয়ম রক্ষার দুটি ম্যাচ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। 

ফাইনালের আগে আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও আফগানিস্তানের বিপক্ষে কিছুতেই আরেকটি হার দেখতে রাজি নয় বাংলাদেশ। চট্টগ্রামে তাই কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে না টাইগাররা।

এদিকে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।  গত ম্যাচেই অভিষেক হওয়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারছেন না তিনি। তাই একরকম বাধ্য হয়ে স্পিনার বিপ্লবের পরিবর্তে একজন বাড়তি ব্যাটসম্যান একাদশে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ঢুকেছেন হার্ডহিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান।

অপরদিকে আফগানিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। ফজল নিয়াজাই এবং দৌলত জাদরান খেলছেন না। তাদের পরিবর্তে অভিষিক্ত নাভিন উল হক এবং করিম জানাত একাদশে এসেছেন।

সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাটিং করছে আফগানিস্তান।  তাদের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৩.২ ওভারে বিনাউইকেটে  ২০ রান । মাঠে রয়েছেন দুই অপেনার হজরতউল্লাহ জাজাই (১৪) ও রহমতউল্লাহ গুরবাজ(০৪)।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

-সিভয়েস/এএফ

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে

সর্বশেষ

পাঠকপ্রিয়