Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


পেকুয়ায় চোরাই কাঠ জব্দ

প্রকাশিত: ১৪:৩২, ২০ সেপ্টেম্বর ২০১৯
পেকুয়ায় চোরাই কাঠ জব্দ

উদ্ধারকৃত চোরাই কাঠ। ছবি-প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ২১ ঘনফুট চোরাই শাল কাঠ জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার (২০সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী শফিকিয়া মাদ্রাসার সামনের সড়কের পাশ থেকে এ কাঠ উদ্ধার করা হয়। পরে কাঠটি জব্দ করে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায় বনবিভাগ কর্মকর্তারা।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার নেতৃত্বে এ অভিযানে টইটং বনবিট কর্মকর্তা জাবেদুল আব্বাসসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

টইটং বনবিট কর্মকর্তা জাবেদুল আব্বাস বলেন, স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কিছু দুষ্কৃতিকারী লোক টইটং বনবিটের অধীন বনাঞ্চল থেকে মূল্যবান শাল গাছটি চুরি করে কেটে ফেলে। গাছটি পাচারের খবর পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানের বিষয় টের পেয়ে চোরচক্রের সদস্যরা গাছটি রেখে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা বলেন, চোরাই কাঠ পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিভয়েস/এএস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়