Cvoice24.com


বাংলাদেশি পাসপোর্ট করাতে বান্দরবান এসে দুই রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১২:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশি পাসপোর্ট করাতে বান্দরবান এসে দুই রোহিঙ্গা আটক

আটকৃত দুই রোহিঙ্গা।

ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট করাতে এসে পুলিশের হাতে আটক হয়েছে এক রোহিঙ্গা কিশোরী ও যুবক। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বান্দরবান পাসপোর্ট অফিসে আসে এই দুই রোহিঙ্গা।

আটককৃত রোহিঙ্গারা হলো জোসনা আক্তার (১৬) ও শহীদুল আলম (৩২)। আবেদনের সাথে যাবতীয় কাগজপত্র জমা দিয়ে প্রায় পাসপোর্টের জন্য প্রায় সব কার্যক্রম সম্পন্ন করে এই রোহিঙ্গা নারী ও যুবক। পরে তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে।

এ বিষয়ে পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের কুতুপালং থেকে বান্দরবানে এসে মিথ্যে পরিচয় দিয়ে পাসপোর্ট করে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিল। তাঁদের কথাবার্তা ও গতিবিধির ওপর সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় পুলিশ, নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

সিভয়েস/এএস


 

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়