Cvoice24.com


প্রধানমন্ত্রী পাচ্ছেন আরো দুটি আন্তর্জাতিক পুরস্কার

প্রকাশিত: ০৭:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রধানমন্ত্রী পাচ্ছেন আরো দুটি আন্তর্জাতিক পুরস্কার

ফাইল ছবি।

টিকাদান ও যুব কর্মদক্ষতা উন্নয়নে বাংলাদেশের সাফল্যের জন্য দুটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে ২৪-২৯ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীকে এ সম্মাননা দেয়া হবে বলে বুধবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মোমেন বলেন, ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) টিকাদানে বাংলাদেশের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ নামে একটি পুরস্কার দিতে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে।’ এছাড়া ইউনিসেফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ শীর্ষক একটি পুরস্কারে সম্মানিত করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পুরস্কার প্রদান করতে ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএর ৭৪তম বার্ষিক সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দেবেন।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য শেখ হাসিনাকে ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ প্রদান করা হয়।

সিভয়েস/এএইচ

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়