Cvoice24.com


রাউজানে ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে চারজনের কারাদণ্ড

প্রকাশিত: ১৬:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯
রাউজানে ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে চারজনের কারাদণ্ড

রাউজানের নোয়াপাড়ায় ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) একটি ভেজাল ওষুধের কারখানায় অভিযান চালিয়ে তাঁদের বিভিন্ন মেয়াদে এ দণ্ডাদেশ দেয়া হয়।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন - মো. ইমরান আলী, মো. হাসান, মো. জসীম ও মো. নাঈম।

এছাড়া কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী চলা এ অভিযানে প্রায় দুই কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান সাংবাদিকদের জানান, কারখানাটিতে তৈরি করা ওষুধ মোবাইলে অর্ডার নিয়ে সারাদেশে সাপ্লাই দেওয়া হতো। অভিযানে ১৯ ধরনের ওষুধ পাওয়া গেছে এবং ২ কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। 

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, টেলি ওয়ান শপিং লিমিটেড কল সেন্টারের মাধ্যমে সারা দেশ থেকে অর্ডার নিতো এবং বিকাশের মাধ্যমে টাকা নিয়ে কুরিয়ার সার্ভিসে এসব ভেজাল ওষুধ পাঠাতেন কারখানা সংশ্লিষ্টরা। আমরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করেছি। আদালত ওষুধ কারখানাটি সিলগালা করে দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা ভেজাল ওষুধ   ধ্বংস করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর এ কর্মকর্তা।

সিভয়েস/আইএইচ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়