Cvoice24.com


এবার সিনেটের সদস্য পদ ছাড়লেন শোভন

প্রকাশিত: ১৫:৪১, ১৬ সেপ্টেম্বর ২০১৯
এবার সিনেটের সদস্য পদ ছাড়লেন শোভন

ছাত্রলীগের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য পদ ছেড়ে দিয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে সিনেট থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব ও ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজসহ কয়েকজন উপাচার্যের কাছে পদত্যাগপত্রটি নিয়ে যান।

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “কয়েকজন ছাত্র বিকেলে আমার কাছে শোভনের পক্ষ থেকে সিনেট থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। আমরা এখন পরবর্তী সিদ্ধান্ত নেব।”

ছাত্রলীগ সভাপতির পদ হারানোর সঙ্গে সিনেট থেকে অব্যাহতি চাওয়ার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন শোভন।

তিনি বলেন, নানামুখী আলোচনার প্রেক্ষাপটে বিতর্ক এড়াতে তিনি সিনেট সদস্য থেকে পদত্যাগ করেছেন। “পদ-পদবী তো কোনো বিষয় না। মানুষের জীবনের ন্যায়বোধ, মূল্যবোধ সবকিছু।”

ছয় মাস আগে ঢাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাব্বানী। ভিপি পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নুর।

এরপর ডাকসুর মনোনীত ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেট সদস্য হন শোভন।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়