Cvoice24.com


রুমায় পাঁচ উপজাতি অপহৃত

প্রকাশিত: ১২:০৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯
রুমায় পাঁচ উপজাতি অপহৃত

ছবি: প্রতীকী

বান্দরবানের রুমায় পাঁচ উপজাতিকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) রুমা সদর ইউনিয়নের শামাখাল পাড়া থেকে দুপুর ১টার দিকে সন্ত্রাসীরা তাঁদের ধরে নিয়ে যায়।

অপহৃতরা হলেন বাসিং অং মারমা ( ৩০), হ্লামং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮) চিংথোয়াই মারমা (৫৪) ও থোয়াই মারমা (৬২)। 

জানা গেছে, রোববার দুপুরে উপজেলার শামাখাল পাড়া থেকে অস্ত্রধারী ১০-১২ জন সন্ত্রাসী স্থানীয় চেয়ারম্যান চেয়ারম্যান শৈমং মারমা পাড়ায় আছে কিনা স্থানীয়দের থেকে খোঁজ নেন। পরে স্থানীয় চেয়ারম্যানকে না পেয়ে তাঁরা ওই পাড়ার ৫ জনকে ধরে নিয়ে যায়। এসময় তাঁরা পাড়ায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। 

ঘটনার খবর পেয়ে  সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।

রুমা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কাশেমের সাথে কথা বললে তিনি জানান ‌‘আমরা ঘটনাটি শুনেছি। বর্তমানে আমরা উদ্ধার অভিযানের যাচ্ছি। পুলিশ এই বিষয়ে তৎপর রয়েছে,  আমরা আশা করছি পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে আমরা খুব দ্রুত অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসতে পারবো’।

সিভয়েস/এএস

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়