Cvoice24.com


বাঁশখালীতে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের অভিষেক

প্রকাশিত: ১৩:১৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯
বাঁশখালীতে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের অভিষেক

ছবি: প্রতিনিধি

বাঁশখালী উপজেলার শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের (বাঁশখালী উপজেলা শাখার) নবনিযুক্ত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কালীপুর ইউনিয়নের কোকদন্ডী জগদানন্দ ধামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি রমেন্দ্র রায় চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শ্রী লক্ষ্মীপদ দাশ। এছাড়া প্রধান বক্তা ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী চন্দন দাশ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা কমিটির সভাপতি শ্রী রতন কান্তি দাশ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শ্রী বাবুল কান্তি দেব বাবলা, অধ্যাপক শ্রী শ্যামল রুদ্র, বলরাম তালুকদার, রাখাল গুহ, মনোজ চক্রবর্তী, হারাধন দাশ, শিক্ষক অজিত কারণ, মিলন চৌধুরী মাখন, অঞ্জন দাশ, বাদল রুদ্র, মৃদুল দাশ, প্রণব ধর, মৃত্যুঞ্জয় দেব, বিকাশ ধর, লিটন আইচ, দুলাল নন্দী, সুমন দত্ত প্রমুখ।

সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার জন্য আহবান জানান বক্তারা। এছাড়া  কুসংস্কার মুক্ত, বর্ণ বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য সংঘের সকল সদস্যের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান তারা।

সিভয়েস/এএস

বাঁশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়