Cvoice24.com


বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে, থামাতে বিচ্ছেদ

প্রকাশিত: ১৪:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৯
বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে, থামাতে বিচ্ছেদ

দেবতাকে সন্তুষ্ট করে বৃষ্টি নামাতে মাটির তৈরি দুটি ব্যাঙের বিয়ে দিয়েছিলেন স্থানীয় লোকজন। ‘উদ্দেশ্য’ সফলও হয়, ব্যাঙের বিয়ের পর নামে বৃষ্টি। কিন্তু বিধি বাম। সেই বৃষ্টি আর থামার নাম নেই। শেষে বৃষ্টি থামাতে ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়েছে!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে এ ঘটনা ঘটেছে। 

বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে গত জুলাই মাসে আয়োজন করে মাটির তৈরি দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়। এরপর বৃষ্টি নেমেছেও। কিন্তু সেই বৃষ্টি এখন আর থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অতিবৃষ্টিতে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকেরা এবার বেছে নিয়েছেন উল্টো পন্থা। বিয়ের পর এবার ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটানো হয়েছে। বিয়ের দুই মাসের মাথায় গত বুধবার ব্যাঙ দুটির বিচ্ছেদ ঘটানো হয়। ব্যাঙ দুটির বিয়ে যেমন দেওয়া হয়েছে আয়োজন করে, বিচ্ছেদও তেমনি হয়েছে ব্যাপক আয়োজনের মাধ্যমে।

-সিভয়েস/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়