Cvoice24.com


গণধর্ষণের পর থানায় বিয়ে, ওসি প্রত্যাহার

প্রকাশিত: ০৬:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৯
গণধর্ষণের পর থানায় বিয়ে, ওসি প্রত্যাহার

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক

পাবনায় গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ এবং থানায় তাদের একজনের সঙ্গে তার বিয়ে দেয়ার ঘটনায় সদর থানার ওসি ওবাইদুল হককে প্রত্যাহার করা হয়েছে। এসআই একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলার আরও দুই আসামিকে আজ সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান।

উল্লেখ্য, তিন সন্তানের জননী ওই নারী অভিযোগ করেন, গত ২৯ অগাস্ট প্রতিবেশী রাসেল আহমেদ তাকে তার বাড়িতে নিয়ে এক সহযোগীসহ ধর্ষণ করে। এর দুদিন পর তাকে একটি  অফিসে নিয়ে তিন দিন আটকে রেখে সেখানে চার-পাঁচন মিলে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পর ওই গৃহবধূ নিজে বাদী হয়ে পাবনা থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ এ অভিযোগের ভিত্তিতে রাসেলকে আটক করলে মামলা নথিভুক্ত না করে ওই রাতেই রাসেলের সঙ্গে তার বিয়ে দেয় পুলিশ।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়