Cvoice24.com


বায়েজিদে নূরনবী শাহের ৮৯তম ওরশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৯
বায়েজিদে নূরনবী শাহের ৮৯তম ওরশ অনুষ্ঠিত

নূরনবী শাহের ৮৯তম ওরশে উপস্থিত অতিথিবৃন্দরা।

হযরত খাজা নূরনবী শাহ্ (রা) এর ৮৯তম ওরশ শরীফ বায়েজিদ জালালাবাদ মাইস্যা পাহাড় জামতলা মাজার শরীফ প্রাঙ্গণে বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধায়নে এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া। প্রধান ওয়ায়েজ ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মুহাম্মদ নেছার উদ্দিন মুনিরী আল্-ক্বাদেরী। বিশেষ ওয়ায়েজ ছিলেন হযরত ওমর ফারুখ (রা.) ছিন্নমূল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা একরাম আজম ও সাপ্তাহিক আবেদন পত্রিকার সম্পাদক লায়ন মাওলানা মুহাম্মদ ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, ‘পীর আউলিয়াদের আদর্শ অনুকরণ করে ধর্মের বাণী লোক-লোকান্তরে পৌঁছে দিতে হবে।’

প্রধান ওয়ায়েজ মুহাম্মদ নেছার উদ্দিন মুনিরী আল্-ক্বাদেরী পীর আউলিয়াদের ইসলাম প্রচারের ঘটনা তুলে ধরেন এবং মুসলিম উম্মাহ দরবেশ-আউলিয়াদের পথ অনুসরণ করার নির্দশনা প্রদান করেন।

এতে শত শত ভক্তকুল উপস্থিত হয়ে এশারের নামাজ আদায়ের পরে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন। সারারাত ইবাদত বন্দেগী আর জিকিরের মাধ্যমে যাপন করেন।

উপস্থিত ছিলেন বাস্তুহারা বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মশিউর রহমান, মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ মকবুল শেখ, ডা. ইশতিয়াক প্রমুখ।

সিভয়েস/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়