Cvoice24.com


ডেঙ্গু সচেতনতায় স্কুলে পাওয়ার টু ব্লুমের ক্যাম্পেইন

প্রকাশিত: ০৬:৪৯, ৮ সেপ্টেম্বর ২০১৯
ডেঙ্গু সচেতনতায় স্কুলে পাওয়ার টু ব্লুমের ক্যাম্পেইন

‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পালন করা হয়। শনিবার (৮ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন পাওয়ার টু ব্লুম এর উদ্যোগে ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনে বিশেষ করে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য স্কুলের ছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বিষয় সম্পর্কে দিক-নির্দেশনা দেওয়া হয়। প্রোগ্রাম সঞ্চালনা করেন পাওয়ার টু ব্লুম এর প্রোগ্রাম সমন্বয়ক মো. আরমান।

পাওয়ার টু ব্লুম এর ফাউন্ডার মিথিলা হক বলেন, তোমাদের কাছে এসেছি যেন তোমরা বাসায় গিয়ে সবাইকে বলো যে, আসুন আমরা সবাই মিলে তিন দিনের বেশি কোনো স্থানে পানি জমতে না দেই। আমাদের চারপাশের জায়গাগুলো আমরা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।

এ সময় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনামূলক বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

প্রদর্শনে লেখা আছে , বেইজমেন্টের পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটজা, ফুলের টব, ইত্যাদি স্থানে একনাগাড়ে ৩দিনের বেশি পানি জমতে দিবেন না।

তিনি আরো বলেন, স্কুলের শিক্ষার্থীদেরকে ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা নির্মূলের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সচেতন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার টু ব্লুম এর প্রোগ্রাম সহ-সমন্বয়ক মো. তাসমির, মানব সম্পদ কর্মকর্তা মনিষা, অর্থ সম্পাদক রুপালী,যোগাযোগ কর্মকর্তা নাহার, সহ-মানবসম্পদ কর্মকর্তা আনিকা, জেনারেল মেম্বার তিশা ও তারেক।

সিভয়েস/এমআই/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়