Cvoice24.com


আর নেই জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে

প্রকাশিত: ০৫:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৯
আর নেই জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। দেশটির স্বাধীনতা পরবর্তী এই নেতার মৃত্যুর বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে তার পরিবার।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

শুক্রবার এক টুইটে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া লিখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, জিম্বাবুয়ের জাতির পিতা সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন।’

জিম্বাবুয়ের শিক্ষামন্ত্রী ফাদজায়ী মাহেরে টুইটারে লিখেছেন, ‘রেস্ট ইন পিস, রবার্ট মুগাবে।’

গত ২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ৩৭ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করে আসা রবার্ট মুগাবে।

স্বাধীনতা আন্দোলনের হিরো মুগাবে ক্ষমতায় বসে শেষ পর্যন্ত স্বৈরাচারে পরিণত হন। তিনি তৎকালীন রোডেশিয়ায় ১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। রোডেশিয়া সরকারের সমালোচনা করায় ১৯৬৪ সাল থেকে প্রায় এক দশক তাকে বিনাবিচারে বন্দি করে রাখা হয়।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়