Cvoice24.com


ড. রবিনকে চসিক জেনারেল হাসপাতাল দেখাতে নিয়ে গেলেন মেয়র

প্রকাশিত: ১২:৩৪, ৫ সেপ্টেম্বর ২০১৯
ড. রবিনকে চসিক জেনারেল হাসপাতাল দেখাতে নিয়ে গেলেন মেয়র

ছবি : সিভয়েস

আন্তর্জাতিক নিউরো সায়েন্টিস্ট ও নিউরো সার্জন প্রফেসর ডক্টর রামপ্রসাদ সেনগুপ্ত রবিনকে চসিক জেনারেল হাসপাতাল মেমন-টু দেখাতে নিয়ে গেলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

দীর্ঘ ৬৪ বছর পর দেশে আসলে ডক্টর রবিনকে আজ স্বাড়ম্বর সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের একান্ত উদ্যোগে আয়োজিত সংবর্ধনা শেষে ড. রামপ্রসাদ সেনগুপ্তকে তিনি সদরঘাট কালীবাড়ি সড়কস্থ চসিকের জেনারেল হাসপাতালটি দেখাতে নিয়ে যান। পরিদর্শনে ড. রবিনকে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। ড. রবিন হাসপাতালে চলমান সেবা কার্যক্রম দেখে মুগ্ধ হন। এসময় মেয়র তার কাছ থেকে হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে পরামর্শ প্রত্যাশা করেন। 

ড. রামপ্রসাদ মেয়রকে হাসপাতালের চলমান সেবা কার্যক্রমের পাশাপাশি গবেষণা ধর্মী কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এসময় চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চমেক হাসপাতাল অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মো জাহাঙ্গীর, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ডা. আশীষ মুখার্জী, ডা. প্রীতি বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়