Cvoice24.com


চবিতে সেইভ'র নেতৃত্বে রাকীব-মাহতাব

প্রকাশিত: ১৫:৫০, ৪ সেপ্টেম্বর ২০১৯
চবিতে সেইভ'র নেতৃত্বে রাকীব-মাহতাব

নব-নির্বাচিত চবি সেইভ প্রেসিডেন্ট আব্দুল্লাহ রাকীব ও জেনারেল সেক্রেটারি মো. মাহতাব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাত্রা শুরু করেছে স্টুডেন্টস এগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়ার' (সেইভ)। আগামী এক বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট গঠিত নতুন কমিটির কো-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ রাকীব। 

এতে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. মাহতাব।

বুধবার (৪ সেপ্টেম্বর) সেইভের উদ্যােগে আয়োজিত দুইদিনব্যাপী কর্মশালা শেষে এ কমিটি ঘোষণা করেন সেইভের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম।

ঘোষিত কমিটি আগামী এক বছর চবিতে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে কমিটিতে এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে ত্রয়ী চৌধুরী, কমিউনিকেশন এ্যান্ড আউটরিচ এক্সিকিউটিভ হিসেবে মো. নকিব, ইভেন্ট এ্যান্ড পার্টনারশীপ এক্সিকিউটিভ হিসেবে সাইফুল হক এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে মো. তারেকুর রহমান তারেক, আফিয়া ফারজানা, শামীম রেজা, হাফসা বিনতে খায়ের, আতকিয়া আফিয়া ইরা, অরিজিত বিশ্বাস, শুভ্রা চক্রবর্তী, ওয়াহিদ উল্ল্যাহ, শরীফ মহিউদ্দিন ও মো. নোমান হোসেনকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে সেইভ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্ন প্লাটফর্ম যেখানে শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করা হয়। এছাড়া  সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব ও সক্ষমতার উন্নয়নে ভূমিকা রাখছে। এ পর্যন্ত সেইভের উদ্যােগে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে মোট ২০টি কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সেইভের সাতটি চ্যাপ্টার (কমিটি) কাজ করে যাচ্ছে।

-সিভয়েস/এএফ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়