Cvoice24.com


মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু রানা নিহত

প্রকাশিত: ০৫:০৪, ২ সেপ্টেম্বর ২০১৯
মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু রানা নিহত

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

কক্সবাজারের মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক জলদস্যু নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাতারবাড়ি সাইরার ডেইলে র‌্যাব-৭ এর একটি দলের সাথে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে জলদস্যুতা করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। 

সকাল নয়টার দিকে র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিভয়েস/আই

 

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়