Cvoice24.com

বোয়ালখালীতে সাংসদ বাদল
‘কালুরঘাট সেতু করে দেন দক্ষিণ চট্টগ্রামবাসী দোয়া করবেন’

প্রকাশিত: ১৩:৫৭, ২৪ আগস্ট ২০১৯
‘কালুরঘাট সেতু করে দেন দক্ষিণ চট্টগ্রামবাসী দোয়া করবেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল বলেছেন, ‘কালুরঘাটে সড়কসহ রেল সেতু করে দেন, দক্ষিণ চট্টগ্রামবাসী দোয়া করবেন।’

শনিবার (২৪ অগাস্ট) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে সাংসদ বাদল বলেন, ‘বঙ্গবন্ধুকে বাদ দিলে বাংলাদেশ নেই, অস্বীকার করলে বাঙালির অস্তিত্বও থাকে না। বঙ্গবন্ধু এ জাতিকে মুক্তি দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন।’

তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিতর্ক ও বিভেদ সৃষ্টি করবেন না। আমরা সবাই নৌকার যাত্রী, নৌকা ফুটো হলে সবাই ডুববো।’

উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ হোসাইন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ঈছা ও যুবলীগ সভাপতি মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কাদের সুজন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, জাসদ নেতা সৈয়দুল আলম, এডভোকেট আবুল হাশেম। 

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হারুন মিয়া, সাবেক ছাত্রনেতা আবদুল ওদুদ, ইদ্রিস মাষ্টার, দিদারুল আলম, সুব্রত বিশ্বাস সিকিম, মো. হাসান, কুতুব উদ্দিন আজাদ, মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, জসিম উদ্দিন, এম এস আলম, মাসুদ, মামুন রশীদ মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিয়াদ হোসেন, প্রসাদ দাশ বাবু, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা সাদ্দাম প্রমুখ। 

সিভয়েস/এএস

বোয়ালখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়