Cvoice24.com


আউটার স্টেডিয়ামে কাল থেকে চসিকের সবুজ মেলা শুরু

প্রকাশিত: ১৩:২৫, ২৪ আগস্ট ২০১৯
আউটার স্টেডিয়ামে কাল থেকে চসিকের সবুজ মেলা শুরু

নগরের আউটার স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী সবুজ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন রোববার (২৫ আগস্ট) এ মেলার উদ্বোধন করবেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্বাচনী অঙ্গীকার ছিল "ক্লিন সিটি, গ্রিন সিটি "। দায়িত্ব গ্রহণ পরবর্তী ক্লিন সিটি বাস্তবায়নে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় চলমান কার্যক্রমে ভিন্নতা নিয়ে আসেন। দিনের পরিবর্তে রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এর সাথে  যুক্ত করেন ডোর টু ডোর ময়লা সংগ্রহ কার্যক্রম। মেয়রের প্রবর্তিত এ কার্যক্রমের সুবাদে অপরিচ্ছন্ন নগরীর সমালোচনা মুছে চট্টগ্রাম ফিরে পায় তার পরিচ্ছন্ন নগরীর খ্যাতি। 

গ্রিন সিটি বাস্তবায়নের অঙ্গীকারে মেয়র নাছিরের গৃহীত সবুজ বিপ্লব সুশীল সমাজে ইতোমধ্যে আলোচিত হয়েছে। নগরীর সকল সড়কের ফুটপাত,মিড আইল্যান্ডে সৌন্দর্য বর্ধন বিউটিফিকেশন বাস্তবায়নের ফলে চট্টগ্রাম নগরী আজ সুন্দরের রাণী। বিলবোর্ড বাণিজ্যের গ্রাসে পড়ে সবুজ পাহাড় ঘেরা চট্টগ্রাম নগরী হারিয়েছিল তার চিরহরিৎ রূপ। বিলবোর্ডের চাপে পড়া নগরীর দীর্ঘশ্বাস শোনা যেত। সিটি মেয়র দায়িত্ব গ্রহণের পরপরই অপসারণ শুরু করেন সেই বিলবোর্ড। দীর্ঘদিন পর চট্টগ্রাম আবার সাচ্ছন্দ্যে ফিরে পায় চলার ছন্দ। 

গ্রিন সিটি গড়ার নতুন পদযাত্রায় মেয়র নাছির এবার নিয়েছেন আরেকটি পদক্ষেপ। সবুজ বিপ্লবের প্রত্যয়ে আগামীকাল থেকে চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী ‘সবুজ মেলা-২০১৯’। চট্টগ্রাম সিটি করপোরেশন  এই মেলার আয়োজন করছে। এতে সহযোগিতা করছে তিলোত্তমা চট্টগ্রাম নামের একটি সংগঠন। আগামীকাল রোববার বিকাল ৪টায় মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেলায়  ফলজ, বনজ, ভেষজ বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়াও মেলায় হস্তশিল্প, কুটির শিল্প, বাঁশ/বেত শিল্প, মৃৃৎ শিল্প, হারবাল পণ্যের স্টল থাকবে।

আগত দর্শনার্থীদের বিনোদনে মেলা মঞ্চে প্রতিদিন পরিবেশবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান, সিটি করপোরেশন পরিচালিত স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

সিভয়েস/ইউডি/এএস/এসএ
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়