Cvoice24.com


মাথাকাটা গুজবে কাজ হয়নি, এগিয়ে যাচ্ছে পদ্মাসেতুর কাজ

প্রকাশিত: ১০:০৯, ২২ আগস্ট ২০১৯
মাথাকাটা গুজবে কাজ হয়নি, এগিয়ে যাচ্ছে পদ্মাসেতুর কাজ

বক্তব্য রাখছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সবচেয়ে বৃহৎ প্রকল্প পদ্মাসেতুর কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। মুক্তিযুদ্ধকাল থেকে বারবার পরাজিত হয়ে আসছে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। তাই এদের দোসররা এখন আশ্রয় নিয়েছে গুজব-গজবের।

মাথাকাটা গুজব ছড়িয়ে বন্ধ করতে চেয়েছিল পদ্মাসেতুর কাজ। কিন্তু প্রধানমন্ত্রীর দক্ষতা আর কৌশলের কাছে পরাজিত হয়ে এখন অপতৎপরতা চালিয়ে যচ্ছে ডেঙ্গু বিষয়ে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঁচলাইশ এর অরবিট গ্রামার স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধ, জঙ্গিবাদ, ইভ টিজিং, মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

পদ্মাসেতুর কাজ ৪০ শতাংশ শেষ উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনায় কাজ করে যচ্ছে পুলিশ। এছাড়া যে কোন সামাজিক সমস্যায় কমিউনিটি পুলিশ, বিট পুলিশ অথবা সরাসরি থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

সভায় প্রধান বক্তা চট্টগ্রাম মা-শিশু হাসপাতালের কনসালটেন্ট ডা. রানা দে বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে ডেঙ্গু মোকাবেলায় জোরদার ভূমিকা রাখতে। শরীরে ডেঙ্গুর জীবাণু ধ্বংস না হলে একাধিকবার ডেঙ্গুজ্বর হতে পারে জানিয়ে তিনি বলেন, ডাক্তারি পরামর্শ অনুসরণ করে পুরোপুরি ডেঙ্গু নিরাময় সম্ভব।

সমাজসেবক আলহাজ এসকান্দর মিঞার সভাপতিত্বে ও সামাজিক সংগঠন ৭১ বাংলার সদস্যসচিব রশীদ পারভেজ এর পরিচালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন অরবিট গ্রামার স্কুলের অধ্যক্ষ অসীম কুমার নাথ বাবু, পাঁচলাইশ থানা বিট নম্বর ৫২ এর সভাপতি আলহাজ ইদ্দ্রিস মিঞা, পাঁচলাইশ থানা বিট নম্বর ৫২ এর সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য আনোয়ার ইসলাম বাপ্পী, গাউসিয়া কমিটি ৭ নম্বর ওয়ার্ড যুগ্ম সম্পাদক মো. মোমেন সায়েমী, সমাজসেবক শফিকুল ইসলাম কায়সার ও ৭১ বাংলার যুগ্ম সচিব শাহী ইমরান রাজু।

সিভয়েস/আই

সিভয়েস প্রতিবেদক 

সর্বশেষ

পাঠকপ্রিয়