Cvoice24.com


সাফারি পার্কে হাতির পায়ের পিষ্টে মাহুতের মৃত্যু

প্রকাশিত: ১৪:৪০, ২১ আগস্ট ২০১৯
সাফারি পার্কে হাতির পায়ের পিষ্টে মাহুতের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রশিক্ষিত একটি হাতির আঘাতে ভদ্রসেন (৫৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে।

বুধবার (২১আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পার্কের হাতির বেস্টনীতে এ ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে পার্কের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চেতনানাশক ওষুধের মাধ্যমে ঘাতক হাতিটিকে শান্ত করা হয়।

নিহত মাহুত ভদ্রসেন খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বঙ্গলটুলি গ্রামের রাঙা মোহন চাকমার ছেলে। বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মাহুতের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হঠাৎ ক্ষুদ্ধ হাতিটি পেছন থেকে এসে মাহুতকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর পায়ের তলায় পিষে মেরে ফেলে তাকে। চকরিয়া থানায় ও উর্ধ্বতন কর্তৃপক্ষ লিখিতভাবে মাহুতের মৃত্যুর খবর জানানো হয়েছে। একইসঙ্গে পার্কে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিভয়েস/এএস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়