Cvoice24.com


বোয়ালখালী পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১২:৫৩, ২১ আগস্ট ২০১৯
বোয়ালখালী পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০১৯-২০ অর্থবছরের ৫৫ কোটি ৬ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বোয়ালখালী পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু এ বাজেট ঘোষণা করেন। এসময় নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেন মেয়র হাজি আবুল কালাম আবু।

২০১৯-২০ অর্থবছরে বাজেট ঘোষণায় পৌর মেয়র বলেন, গণমূখি এ বাজেটে উন্নয়ন তহবিল খাতে আয় ধরা হয়েছে ৪৯ কোটি টাকা ও রাজস্ব তহবিল আয় ধরা হয়েছে ৬ কোটি ৬ লক্ষ ৫০ হাজার টাকা। ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৮৭ লক্ষ টাকা। রাজস্ব উদ্বৃত্ত ২৩ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকা।

দলমতের উর্ধ্বে থেকে বোয়ালখালী পৌরবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উন্নয়নের ধারা অক্ষুন্ন রাখতে সময়মত পৌর কর পরিশোধ করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান মেয়র।

প্যানেল মেয়র শাহজাদা মিজানুর রহমান এর পরিচালনায় ২০১৯-২০ অর্থ বছরে বাজেট ঘোষণার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার এসআই মো. তাজ উদ্দিন, প্যানেল মেয়র জোবাইদা বেগম, মহিলা কাউন্সিলর রেহেনা আকতার, কাউন্সিলর সিরাজুল হক, আরিফ উদ্দিন জুয়েল, সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, সোলাইমান বাবুল, মাহমুদুল হক।

এতে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, সাংবাদিক মো. ইয়াছিন চৌধুরী, মো. হোসাইন, পৌরসভার সচিব মো. মোশাররফ হোসেন, উপ-সহকারি প্রকৌশলী মো, কামরুজ্জামান, নক্সাকার তাছলিমা আরজু শিল্পী, হিসাব রক্ষক মো. মজিবুর রহমান, কর নির্ধারক মো. শাহেদ উল্লাহ, কর আদায়কারী প্রবীর কান্তি পাল, বাজার পরিদর্শক মো. আনোয়ারুল আজিম, কার্য সহকারি মো. মনিরুল ইসলাম হোসাইনী প্রমুখ।

-সিভয়েস/এমএম/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়