Cvoice24.com


আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ১৩:০১, ২০ আগস্ট ২০১৯
আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা

হামলার শিকার আইনজীবী জাহেদুল আলম।

পারিবারিক কলহের জেরে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী জাহেদুল আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামালা দায়ের হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে হামলার শিকার ওই আইনজীবী বাদি হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এ মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে লোহাগাড়া থানাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট (এফআইআর) গ্রহণ করে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। 

হামলার শিকার ওই আইনজীবী পক্ষে আইনি লড়াই করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আয়ুব খান এবং আইনজীবী নওশাদ। 

মামলাটি দায়েরের সময় আদালতে উপস্থিত হয়ে বাদি পক্ষে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্র্যাড. চন্দন দাশ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হূমায়ুন কবির রাসেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সত্তার সরোয়ার।

এ সময় আদালতে উপস্তিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী সদস্য  এ্যাড. আব্দুল জব্বার , বিজিসি ট্রাস্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সুব্রত রাজু , বিজিসি ট্রাস্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রশিদ রাসেল, এ্যাড. মোঃ কফিলউদ্দিন, এ্যাড. আকবর আজিজ , এ্যাড. এসএম দিদারউদ্দীন সহ প্রায় শতাধিক আইনজীবী।

মামলার ভিকটিম এ্যাড. জাহেদুল আলম সিভয়েসকে জানান, পারিবারিক কলহের জেরে তার সৎ ভাই মো. জাফর তার সহযোগীদের নিয়ে এ হামলা চালায়। গত ১৪ আগস্ট আনুমানিক রাত ৮ টায় লোহাগাড়া থানার দরবেশ হাট এলাকায় সালিশি বৈঠকে ডেকে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানান তিনি। এসময় তার ছোট ভাই প্রকৌশলী মো. জাহেদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা।

সিভয়েস/এএ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়