ফটিকছড়িতে তিনদিন পর অপহৃত যুবক উদ্ধার

প্রকাশিত: ১৩:১১, ১৯ আগস্ট ২০১৯
ফটিকছড়িতে তিনদিন পর অপহৃত যুবক উদ্ধার

উদ্ধারকৃত যুবক শাহজাহান (৩০)। ছবি : প্রতিনিধি।

ফটিকছড়িতে অপহরণের তিন দিন পর উদ্ধার হয়েছে শাহজাহান (৩০) নামে এক যুবক। সোমবার (১৯ আগস্ট) উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা বাগান এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

কণফুলী চা বাগান এলাকা থেকে অপহৃত যুবক স্ত্রীকে ফোন দিলে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।

থানার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কর্ণফুলী চা বাগান এলাকা থেকে পুলিশ ও স্থানীয়রা অপহৃত যুবক শাহজাহানকে উদ্ধার করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় প্রেমপুর গ্রামের নুরুল আলমের পুত্র শাহাজাহান (৩০) ও বহরম পাড়া গ্রামের মুহাম্মদ আবচারের পুত্র মুহাম্মদ জোবায়েরকে(১৮) কতিপয় যুবক অস্ত্রের মুখে সিএনজি অটো-রিক্সায় করে উত্তর খিরামের পাহাড়ী অঞ্চলে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা চরম শারিরীক নির্যাতন চালিয়ে জোবায়েরকে মধ্যরাতের দিকে ছেড়ে দিলেও শাহাজাহানকে গুম করে রাখে। অপহৃত শাহাজাহানের স্ত্রী জেসমিন আক্তার বাদি হয়ে  শনিবার (১৭ আগস্ট) ফটিকছড়ি থানায় স্থানীয় ৪ যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ঠ অভিযোগ এনে মামলা দায়ের করেন।

সিভয়েস/এএস

ফটিকছড়ি প্রতিনিধি 

সর্বশেষ

পাঠকপ্রিয়