Cvoice24.com


চবিতে কর্মচারী নিয়োগ অনিয়মে দুদকের তদন্ত শুরু

প্রকাশিত: ১০:২৩, ১৯ আগস্ট ২০১৯
চবিতে কর্মচারী নিয়োগ অনিয়মে দুদকের তদন্ত শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে রেজিস্ট্রার, প্রক্টর ও ডিনসহ ৪৭ জনের বক্তব্য গ্রহণ প্রক্রিয়া সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ প্রথম দফায় ১২ জনকে, ২০ আগস্ট আরও ১২ জনকে এবং ২১ আগস্ট ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট সাবেক প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিনসহ আট শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ আরও দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এ ব্যাপারে দুদক কর্মকর্তা ফখরুল ইসলাম সিভয়েসকে বলেন, আজ সোমবার থেকে চবির ৪৭ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে ডাকা শুরু হয়েছে। যা পর্যায়ক্রমে চলবে এবং আগামী ২২ আগস্ট পর্যন্ত প্রাথমিকভাবে এই তদন্ত চলবে।

সিভয়েস/আইএইচ/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়