Cvoice24.com


বঙ্গবন্ধু বঙ্গ-ধাত্রীর শ্রেষ্ঠ সন্তান

প্রকাশিত: ১১:৫২, ১৮ আগস্ট ২০১৯
বঙ্গবন্ধু বঙ্গ-ধাত্রীর শ্রেষ্ঠ সন্তান

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

বঙ্গবন্ধু, যার আরেক নাম বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া। উর্বরতার পলিতে জড়ানো যে ভূখণ্ড তার অপর নাম বঙ্গবন্ধু। একজন আকাশছোঁয়া স্বপ্নচারী, একজন রাজনৈতিক কবি, একজন অবিসংবাদিত নেতা। সহজ সরল, সাদামাটা, বুদ্ধিদীপ্ত, অসমসাহসী একজন রাজনীতিক ব্যক্তি।

একটি মাত্র মন্ত্র। “জয় বাংলা”। যে মন্ত্রে তিনি বাংলার আপামর জনগণকে একত্রিত করেছিলেন, জাগিয়ে তুলেছিলেন প্রতিটি বাঙালির হৃদয়ে শুয়ে থাকা স্বাধীনতার বাসনাকে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের বংশীবাদক। 

তিনি ছিলেন কথার যাদুকর। তার কথায় ছিল যাদুর পরশ। তার বক্তৃতায় ছিল কবি নজরুলের বিদ্রোহী কণ্ঠের সুর। তার প্রতিটি বাক্যই যেন ছিল কবিতার এক একটি চরণ। পুরো বক্তৃতা-ই ছিল বিদ্রোহী কবিতার বৈপ্লবিক কাব্য-গাঁথা। যার প্রকৃষ্ট উদাহরণ সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ। তিনি ছিলেন বাংলার হৃৎস্পন্দন। তিনি ছিলেন বঙ্গ-ধাত্রীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান।

(সাংবাদিক ও প্রবাসী ব্যাংকার Ismail Jashim’র ফেসবুক আইডি থেকে সংগৃহীত)

 

সিভয়েস ডেস্ক 

সর্বশেষ

পাঠকপ্রিয়