Cvoice24.com


সুখছড়ী উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলন

প্রকাশিত: ১১:২৬, ১৪ আগস্ট ২০১৯
সুখছড়ী উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলন

ছবি-প্রতিনিধি

লোহাগাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া সুখছড়ী উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মতো বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া সুখছড়ী উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী বিদ্যালয়ের হল রুমে এ ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লোহাগাড়া সদর ইউপি'র চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার এয়াকুব হোসেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. মুহাম্মদ মহিউদ্দিন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব নুরুল কবির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুহাম্মদ কুতুব উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরওয়ার কামাল প্রকাশ খোকন মাস্টার, পানি উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা (পরিবেশ ও বন) মো.  শাফাত হোসেন সোহেল।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট আইনজীবি এডভোকেট সাদ্দাম হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন রাসেলসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অতিথিদের সাথে নিয়ে ডেঙ্গু রোধের জন্য জনসচেতনতামূলক র‌্যালী বের করেন।

-সিভয়েস/এসএ

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়