Cvoice24.com


কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ট্যানারি মালিকদের

প্রকাশিত: ০৭:৫২, ১৪ আগস্ট ২০১৯
কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ট্যানারি মালিকদের

ট্যানারি মালিকদের সংবাদ সম্মেলন

ট্যানারি মালিকরা চামড়া না কেনায় দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া মাটিতে পুঁতে ফেলার খবর পাওয়া যাচ্ছে। বিক্রি করতে না পেরে কোথাও কোথাও ডাস্টবিনেও ফেলা হয়েছে চামড়া। এ অবস্থায় কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার ‘দেশীয় শিল্প রক্ষার’ অজুহাত তুলে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ট্যানারি মালিকরা।

বুধবার (১৪ আগস্ট) ধানমন্ডিতে জরুরি সংবাদ সম্মেলনে রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএর সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম প্রমুখ।

কোরবানির ঈদের পর দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়ার মূল্য একেবারেই কমে গেছে। তবে একেবারে কম মূলেও চামড়া বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। অবিক্রিত চামড়া দেশের বিভিন্ন স্থানে ডাস্টবিনেও পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী গণমাধ্যমকে জানান, উপযুক্ত মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ট্যানারি মালিকরা গতকাল পর্যন্ত নানা সমস্যার কথা বলে কাঁচা চামড়া কিনতে অপারগতা প্রকাশ করছিলেন। এ অবস্থায় কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পর আজকে আবার ট্যানারি মালিকরা সেই সিদ্ধান্তের বিরোধিতা করলেন।

সিভয়েস/আই


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়