Cvoice24.com


কুরবানির বর্জ্য অপসারণে নিরলস চেষ্টা পরিচ্ছন্ন কর্মীদের

প্রকাশিত: ১১:২২, ১২ আগস্ট ২০১৯
কুরবানির বর্জ্য অপসারণে নিরলস চেষ্টা পরিচ্ছন্ন কর্মীদের

কুরবানির বর্জ্য অপসারণে কাজ করছে চসিক পরিচ্ছন্ন কর্মীরা।

চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ৮ দিনের সরকারি ছুটিতে নগরীর সাধারণ মানুষ এই দিনটি উৎসবের আমেজে পালন করছে। কিন্তু নগরীর ৪১ টি ওয়ার্ডে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে একদল পরিচ্ছন কর্মী।

সোমবার (১২ অগস্ট) সরেজমিনে দেখা যায়, ঈদুল আযহার ১ম দিনের বর্জ্য অপসারণে লক্ষ্যে নগরীর আন্দরকিল্লা, জামাল খান, এনায়েত বাজার, টাইগারপাস, আগ্রাবাদ, মুরাদপুর, খুলশি, ষোলশহর, কতোয়ালী, বাকলিয়া সহ প্রতিটি পয়েন্টে তৎপর রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

৪১ টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে সর্বমোট ৪ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছে পরিচ্ছনতা অভিযানে। দ্রুত সময়ে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান পরিচালানার জন্য নিয়োজিত রয়েছে ২৭২ টি গাড়ি।

২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সিভয়েসকে জানান, নগরবাসী সচেতনতার সাথে কুরাবানি পশুর বর্জ্য অপসারণে সহয়তা করছে।
নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ে কুরবানির ১ম দিনের বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়