Cvoice24.com


কুরবানির বর্জ্য অপসারণে চসিকের ৫ হাজার পরিচ্ছন্ন কর্মী

প্রকাশিত: ১১:১৮, ১২ আগস্ট ২০১৯
কুরবানির বর্জ্য অপসারণে চসিকের ৫ হাজার পরিচ্ছন্ন কর্মী

নগর থেকে আনুমানিক পাঁচ হাজার টন কুরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছ চসিক। কুরবানির বর্জ্য অপসারণে সার্বক্ষণিক কাজ করছে চসিকের প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্ন কর্মী। সরাসরি এ কার্যক্রম তদারকি করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সোমবার (১২ আগষ্ট) বিকেলে মেয়র আলমাস সিনেমা মোড় থেকে কাজীর দেউড়ি হয়ে লাভ লেইন মোড় এলাকা, নিউমার্কেট সদরঘাট, মাদারবাড়ি এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি সড়কের ডাস্টবিনগুলোতে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রমে নিয়োজিতদেরকে নানামুখী দিক নির্দেশনা দেন। মেয়র জোনের দায়িত্ব প্রাপ্তদেরকে নির্ধারিত সময়ের আগেই নগর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। তিনি জোনের দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলরদের তদারকি জোরদার করার নির্দেশনা দেন।

মেয়র বলেন, প্রধান সড়কে বিকাল ৫ টার মধ্যে এবং রাত ৮ টার মধ্যে অলিগলির বর্জ্য শতভাগ অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। মেয়র বলেন, বিকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কুরবানির বর্জ্য প্রায় পরিস্কার করা হয়ে গেছে।

তিনি বলেন, এবার যেহেতু ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেজন্য আমরা বর্জ্য অপসারণ কার্যক্রমে আলাদা সতর্কতা অবলম্বন করেছি। কোথাও যাতে বর্জ্য বা পানি জমে না থাকে সেব্যাপারে সংশ্লিষ্টদের কে নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের ২৭৩ টি গাড়ি নিরন্তর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পরিচ্ছন্ন কর্মীরা শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। এজন্য পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করছে। এই ঈদে পরিবার পরিজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দায়িত্ব পালন করছে। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
 
নগর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের সময় চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, মেয়রের একান্ত সচিব মো আবুল হাশেম,প্রধান প্রকৌশলী লে কর্ণেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, সুদীপ বসাকসহ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়