Cvoice24.com


কোরবানি পশুর বর্জ্য সরাবে ৫ হাজার শ্রমিক ২৭২টি গাড়ি

প্রকাশিত: ১৬:২২, ৮ আগস্ট ২০১৯
কোরবানি পশুর বর্জ্য সরাবে ৫ হাজার শ্রমিক ২৭২টি গাড়ি

ছবি : সিভয়েস

এবার চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণে হাজার শ্রমিক ২৭২টি গাড়ি নিয়ে কাজ করবে। ঈদের দিন বিকেল পাঁচটার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যে এভাবেই পরিকল্পনা সাজিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)

বৃহস্পতিবার ( আগস্ট) বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটির প্রস্তুতি সভায় এসব কথা জানান চসিক মেয়র নাছির উদ্দীন।

বর্জ্য অপসারণের কার্যক্রম পরিচালনায় দামপাড়ায় চসিকের পরিবহন পুলে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে বলেও  জানান মেয়র। বর্জ্য অপসারণ ছাড়াও পশু জবাইয়ের স্থানে ছিটানো হবে ব্লিচিং পাউডার।

সভায় বর্জ্য অপসারণে নাগরিকদের কাছে সহযোগিতাও চান মেয়র।

এসময় তিনি বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। এর জন্য কোরবানিদাতাসহ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা সচেতনতা দরকার।

কাজে সফলতার জন্য পরিচ্ছন্নতা বিভাগের শ্রমিক সেবকদের পুরষ্কৃত করা হবে বলেও ঘোষণা দেন মেয়র।

বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মান্নান সিদ্দিকী যিশু, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়