Cvoice24.com

মেয়রের প্রতিশ্রুতির বাস্তবায়ন
জন্মশহর চট্টগ্রামে স্থাপন হচ্ছে আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’  

প্রকাশিত: ১১:৪৫, ৮ আগস্ট ২০১৯
জন্মশহর চট্টগ্রামে স্থাপন হচ্ছে আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’  

জন্মশহর চট্টগ্রামের মাটিতে শুয়ে আছেন জনপ্রিয় ব্যান্ডতারকা আইয়ূব বাচ্চু। তার স্মৃতি ধরে রাখতে নগরীর প্রবর্তক মোড়ে রূপালি গিটারের প্রতিকৃতি বসানোর কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে মোড়ের গোলচত্বরে গিটারের প্রতিকৃতি বসানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম।

এরআগে বুধবার (৭ আগস্ট) রাতে রূপালী গিটারের প্রতিকৃতি নেওয়া হয় প্রবর্তক মোড়ে।

চসিক নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, রূপালী গিটারের প্রতিকৃতি বুধবার রাতে নেওয়া হয় প্রবর্তক মোড়ে। বৃষ্টির কারণে প্রতিকৃতিটি পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেটা স্থাপনের জন্য আনুষাঙ্গিক যেসব কাজ করা দরকার সেগুলো সম্পন্ন করা হচ্ছে। আশা করি ঠিকাদারি প্রতিষ্ঠান মাসখানেকের মধ্যে আমাদের পুরো কাজ বুঝিয়ে দেবে।

গত বছরের ১৯ অক্টোবর রূপালী গিটারখ্যাত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু মারা যান। জানাজায় গিয়ে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন ঘোষণা দিয়েছিলেন, জন্মশহর চট্টগ্রামে ব্যান্ডসংগীতের এই কিংবদন্তির স্মৃতি সংরক্ষণ করা হবে। সেই ঘোষণাই এখন বাস্তবায়ন হওয়ার পথে।

-সিভয়েস/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়