Cvoice24.com


আদালতে ছবি ও ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

প্রকাশিত: ১০:৫২, ৪ আগস্ট ২০১৯
আদালতে ছবি ও ভিডিও ধারণ, বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

চট্টগ্রামে আদালতের কার্যক্রম চলাকালীন সময়ে এজলাসের ভেতরে মোবাইল ফোনে ছবি ভিডিও চিত্র ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

রোববার (০৪ আগস্ট) চট্টগ্রাম আদালত ভবনের ২য় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালতে ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ছাত্র সাইফুল ইসলাম (২১) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র। সে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার জিআরও প্রকাশ বড়ুয়া বলেনআদালতের কার্যক্রম চলাকালীন সময়ে এক যুবক ভেতরে ঢুকে এজলাসের ভিডিও করছিল এবং ছবি তুলছিল। এটা দেখে ম্যাজিস্ট্রেটকে জানালে সাইফুলকে আটক করে তার মোবাইল ফোনটি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। সাইফুল বর্তমানে আদালতের হাজতখানায় রয়েছেন।

-সিভয়েস/এআরটি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়