Cvoice24.com


মেট্রোরেলের জন্য মাস্টারপ্ল্যান পরিমার্জনে সিডিএ’কে চিঠি দেবে চসিক

প্রকাশিত: ১১:২১, ৩ আগস্ট ২০১৯
মেট্রোরেলের জন্য মাস্টারপ্ল্যান পরিমার্জনে সিডিএ’কে চিঠি দেবে চসিক

ছবি : সিভয়েস

দ্রুত গণপরিবহন মেট্রোরেল বা  এমআরটি নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তবে সিডিএ’র মাস্টারপ্ল্যানে মেট্রোরেল প্রকল্পের জন্য ভূমি পরিকল্পনা করা হয়নি। তাই সংস্থাটির  নতুন মাস্টারপ্ল্যানে মেট্রোরেল প্রকল্পের জন্য ভূমি পরিকল্পনা করার ব্যাপারে সিডিএ'কে আহবান জানানোর সিদ্ধান্ত নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রণীত নতুন মাস্টারপ্ল্যানে মেট্রোরেল  প্রস্তাবিত এলাকায় ভবন অনুমোদনে বিশেষ পরিকল্পনা ও অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য সংস্থাটিকে চিঠি পাঠাবেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আজ (শনিবার) দুপুরে চসিকের সম্মেলন কক্ষে সিডিএ’র এক্সপ্রেসওয়ে ও চসিকের মেট্রোরেল (এমআরটি) সম্পর্কিত সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র।

সভায় মেয়র বলেন, নগরবাসীর স্বার্থে টেকসই উন্নয়ন চাই আমরা। এমআরটি বা মেট্রোরেল অপরিহার্য। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিডিএ নতুন মাস্টারপ্ল্যানে এমআরটি করিডোর রাখবে। এ মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বাধা নেই। নগরের কর্মব্যস্ততা বৃদ্ধির পাশাপাশি  গণপরিবহন বাড়েনি। কিন্তু প্রতিদিন নগরে জনসংখ্যাও বাড়ছে। এতে করে গণপরিবহনে নৈরাজ্যসহ নানামুখী অনিয়ম সৃষ্টি হয়েছে।

তাছাড়া মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে, আনোয়ারায় ইকোনমিক জোন হচ্ছে। এগুলো চালু হলে ১৫ লাখ মানুষ নগরে যুক্ত হবে। তাই দ্রুত গণপরিবহনের জন্য  চসিক মেট্রোরেল পরিকল্পনা করছে। সরকার এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যাপারেও আলোচনা হয়।

সভায় টাইগারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত চারলেনের এক্সপ্রেসওয়ে প্রকল্প চসিকের বিন্না ঘাস প্রকল্প সংলগ্ন স্থানে ল্যান্ডিং, দেওয়ানহাট ওভারপাসের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ে লেইন গিয়ে চারলেন এক্সপ্রেসওয়েতে মিলিত হওয়ার ব্যাপারে আলোচনা হয়।

সভায় বারিক বিল্ডিং থেকে সল্টগোলা পর্যন্ত মূল সড়ক বাদ দিয়ে সড়কের উত্তরপাশে ৩০ ফুট জায়গার উপর নির্মাণ করার পরিকল্পনার কথা উল্লেখ করেন সিডিএ’র প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, সিডিএ’র এক্সপ্রেসওয়ের ডিজাইনার নূর সাদেক স্ব-স্ব মতামত দেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়