Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


কর্ণফুলীতে মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে পুলিশের হাতাহাতি

প্রকাশিত: ১৫:০৭, ২৩ জুলাই ২০১৯
কর্ণফুলীতে মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে পুলিশের হাতাহাতি

ছবি : প্রতিনিধি

মোটরসাইকেল থেকে চাঁদা চাওয়ার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলীতে মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমের সাথে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজের হাতাহাতি হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় অবরুদ্ধ ছিলেন পুলিশ সার্জেন্ট।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মইজ্জারটেক থেকে বাসায় ফিরছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমের স্বামী আবুল কাশেম ভূঁইয়া।সেখানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান আবুল কাশেম ভূঁইয়ার গতিরোধ করে গাড়ির কাগজপত্র দেখাতে বলেন।

কাশেম ভূঁইয়া কাগজপত্রের ফটোকপি দেখালেও সার্জেন্ট মূল কাগজ আনতে বলে চাঁদা দাবি করলে সেখানে উপস্থিত হন বানাজা বেগম। তখন হাতাহাতিতে  জড়ান দু’জনে। এসময় স্থানীয় লোকজন এসে জড়ো হলে অবরুদ্ধ হয়ে পড়েন সার্জেন্ট মোস্তাফিজ।

খবর পেয়ে কর্ণফুলী সার্কেলের এসি জাহেদুল ইসলাম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মোস্তফা মামুন গিয়ে সার্জেন্টকে উদ্ধার করে পুলিশ বক্সে নিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বানাজা বেগম বলেন, সার্জেন্ট কাগজপত্র দেখার কথা বলে চাঁদা দাবি করলে লোকজন তাকে অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, আমি চাঁদা চাইনি। শুধুমাত্র কাগজপত্র চাইতে গেলে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী সার্কেলের  সহকারী কমিশনার (এসি) জাহেদুল ইসলাম বলেন, ঘটনাটির সমাধান হয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিলো।

-সিভয়েস/এসএ

আনোয়ারা  প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়