Cvoice24.com


মালিঙ্গার বিদায়, টের পাবে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১০:৫৯, ২৩ জুলাই ২০১৯
মালিঙ্গার বিদায়, টের পাবে শ্রীলঙ্কা

লঙ্কান ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তার খ্যাত পেসার লাসিথ মালিঙ্গা। পেসার পেরিয়েছেন ৩৫ বছরের গন্ডি। তবুও আলো ছড়িয়েছেন এবারের বিশ্বকাপে। তবে চোটগ্রস্ত শরীর নিয়ে আর ক্রিকেটের ধকল নিতে পারছেন না। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পেসার।

সোমবার (২২ জুলাই) সংবাদ সম্মেলনে মালিঙ্গার অবসরের খবর দেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

দলে উইকেট নিতে পারা বোলারের সংকটের কথা উল্লেখ করে মালিঙ্গার বিদায়ের খবর দেন করুনারত্নে। অধিনায়ক বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘দলের বড় সমস্যা হলো উইকেট নিতে পারা বোলার খুঁজে পাওয়া। শুরুর দিকে এবং মাঝের ওভারে উইকেট নিতে পারে এমন বোলার দরকার আমাদের।

২২জনকে স্কোয়াডে রাখার কথা ব্যাখ্যা করে করুনারত্নে জানান, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আমাদের স্কোয়াডে ২২জনকে রাখা হয়েছে। এর কারণ, এই সিরিজে বেশ কয়েকজনের প্যারফরমেন্স দেখতে হবে। কেননা, সিরিজের পর মালিঙ্গা থাকছে না। সে প্রথম ওয়ানডের পরই অবসরে যাবে।

মালিঙ্গা এবারের বিশ্বকাপে ম্যাচে ২৮.৬৯ গড়ে ১৩ উইকেট নেন। দ্বিতীয় সেরা উইকেট শিকারি ইশুরু উদানার চেয়েও যা দ্বিগুণের বেশি। তাই মালিঙ্গার অবসরের পর নিশ্চিতভাবেই পেসারের অভাব টের পাওয়ার কথা লঙ্কানদের।

এখন পর্যন্ত মালিঙ্গা ২২৫ ওয়ানডের ক্যারিয়ারে ২৯.০২ গড়ে ৩৩৫ উইকেট নিয়েছেন। লঙ্কানদের ইতিহাসে মুত্তিয়া মুরালিধরন (৫২৩) চামিন্দা ভাসের (৩৯৯) পর ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির স্থানে মালিঙ্গা।

-সিভয়েস/এমএম/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়