Cvoice24.com


কর্ণফুলী পাড়ের ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১৫:৫৩, ২২ জুলাই ২০১৯
কর্ণফুলী পাড়ের ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী পাড়ে ২য় দফায় অভিযান চালিয়ে ২শ'র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২২ জুলাই) সকালে নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর পাড় লালদিয়ার চরে অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় পাকা দালানগুলো। সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার লালদিয়া এলাকায় কর্ণফূলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নামে বন্দর কর্তৃপক্ষ। এ সময় পাকা দালান কাঁচা পাকা দালানসহ ২০০ এর বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে ১ সপ্তাহের কম সময় দিয়ে উচ্ছেদ অভিযান চালানোতে ক্ষোভ জানায় এলাকাবাসী। এর আগে ফেব্রুয়ারি মাসে নগরীর সদরঘাট এলাকায় গড়ে ওঠা ২৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।

এর আগে, প্রথম দফায় উচ্ছেদ করা হয় আরো ২'শো ৩০টির বেশি স্থাপনা। উচ্চ আদালতের নির্দেশে এ পর্যন্ত ৪৩০টি স্থাপনা উচ্ছেদ করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়