Cvoice24.com


মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ১৫:৪০, ২২ জুলাই ২০১৯
মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে নগরে এক ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নগর ছাত্রলীগের আওয়াতাধীন বিভিন্ন কলেজ, থানা-ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোমবার (২২ জুলাই) নগরের গোলপাহাড় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রবর্তক মোড়ে এসে শেষ হয়। এরপর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এক বছর মেয়াদের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি এখন সাড়ে ৫ বছর অতিক্রম করেছে। নগরে আওয়াতাধীন ১৫টি থানার মধ্যে একটি থানা কমিটিও করতে পারেনি। ২টি সাংগঠনিক ওয়ার্ডসহ ৪৩টি ওয়ার্ড কমিটির মধ্যে নিজেদের মানুষ দিয়ে ৪টি ওয়ার্ড কমিটি দিয়েছে। বিতর্কিতদের দিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি গঠন ছাড়া আর কোনো কলেজ ছাত্রলীগের কমিটি করতে পারেনি। আজ চট্টগ্রাম মহানগর এলাকায় ছাত্রলীগ নেতৃত্বশূন্য হয়ে পড়েছে।

বক্তারা আরো বলেন, নগর ছাত্রলীগের বেশিরভাগ নেতা বিবাহিত ও একাধিক মামলার আসামি। তাই মহানগর ছাত্রলীগের রাজনীতিতে প্রাণ ফিরিয়ে আনতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে অনতিবিলম্বে নতুন কমিটি ঘোষণার দাবি জানাই। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি।

সমাবেশে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আমিন শিবলী, সাবেক সহ সম্পাদক শুভ দে, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম শরীফুল হক, ছাত্রলীগ নেতা তৌহিদ কামাল, মো. ফরহাদ হোসেন, তারেক হোসেন, তানজীম হোসেন, তৌহিদুল ইসলাম ও মারুফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়