Cvoice24.com


রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন শুরু

প্রকাশিত: ১৩:১৮, ২২ জুলাই ২০১৯
রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন শুরু

‘শিক্ষায় বন পরিবেশ আধুনিক বাংলাদেশ’ শ্লোগানকে সামনে নিয়ে রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার(২২ জুলাই) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্রাচার্য্য, পুলিশ সুপার মো. আলমগীর কবির, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। 
 
এতে অতিথিরা বলেন, বন পরিবেশ বাদ দিয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। বন ও পরিবেশ রক্ষা করতে না পারলে আমাদের জলবায়ুর যে আমুল পরিবর্তন তা ধরে রাখা সম্ভব নয়। তাই আমাদের সকলকে পরিবেশ রাক্ষায় গাছ লাগাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। 

সিভয়েস/এএস

রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়