Cvoice24.com


প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাবর্তন শুরু, ডিগ্রি দেয়া হবে ১,১১২ জনকে 

প্রকাশিত: ০৫:২০, ২১ জুলাই ২০১৯
প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাবর্তন শুরু, ডিগ্রি দেয়া হবে ১,১১২ জনকে 

সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা। ছবি: সিভয়েস

প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে।  রোববার (২১ জুলাই) সকাল সাড়ে  ১০টায় নগরের টাইগার পাসের নেভি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী,  কনভোকেশন স্পিকার হিসেবে উপস্থিত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 
এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানেে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, হাসিনা মহিউদ্দিন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণ করেছেন  ১ হাজার ১১২ জন গ্র্যাজুয়েট।

সিভয়েস /এমআই/আই
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়