Cvoice24.com


পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা ক্যাম্পেইন

প্রকাশিত: ১৬:২১, ২০ জুলাই ২০১৯
পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা ক্যাম্পেইন

পলিথিনের ব্যবহার বন্ধ করতে সচেতনতা ক্যাম্পেইন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চট্টলার অধিকার ফোরাম’। শনিবার (২০ জুলাই) নগরীর কাজীর দেওরী কাঁচাবাজারে এ ক্যাম্পেইন করে সংগঠনটি।

সংগঠন এর প্রধান নির্বাহী মোঃ কাইসার আলী চৌধুরীর নেতৃত্বে এসময় বাজারে আগত ক্রেতা সাধারণদের পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ, টিস্যু ব্যাগ ও পাটের ব্যাগ বিনামূল্যে প্রদান করা হয়।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন  ইয়াং-বাংলার জেলা কোর্ডিনেটর ফয়সাল কাশেমি,সম্মিলিত সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, মো. শহীদ ,চট্টলার অধিকার ফোরাম এর পরিচালক আদিল কবির, নুসরাত জাহান, মোহাম্মদ নেসার, জিয়াউর রিপন, মো. উল্লাস,নুর মোহাম্মদ, মিজানুর রহমান প্রমুখ।

এসময় কাঁচাবাজারে আগত ক্রেতাদের কাছে পলিথিন ব্যবহারে নগরীর জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও জলবায় পরিবর্তন সহ নানা ধরনের অসুবিধা সম্পর্কে তুলে ধরা হয়।

সিভয়েস/এএস


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়