Cvoice24.com


বান্দরবানে রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত: ১৩:৩২, ২০ জুলাই ২০১৯
বান্দরবানে রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ভবন উদ্বোধন

ছবি-প্রতিনিধি

বান্দরবান সদরের মেঘলায় রেড ক্রিসেন্ট ইউনিটের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২০ জুলাই) বিকেলে নব নির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ভবনটি নির্মিত হচ্ছে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনে  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্টের সদস্যরা দেশের যেকোন দূর্যোগে জনগনের পাশে থাকে এবং জনগণকে দূর্যোগ মোকাবেলায় সাহায্য করে। রেড ক্রিসেন্টের এটা উন্নয়ন ও বিপর্যয়ের প্রতিক্রিয়া অংশীদার হিসেবে মানবতাবাদের মান উন্নত করার জন্য কাজ করে। এটা ঝুঁকিপ্রবন জনগণের স্বার্থে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণকারীদের প্ররোচিত করে, সুস্থ এবং নিরাপদ সম্প্রদায়ের সক্রিয় করা, দুর্বলতা কমাতে স্থিতিস্থাপকতা জোরদার এবং বিশ্বের শান্তির সংস্কৃতি লালনপালন করাতে কাজ করে।

সিভয়েস/এএস

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়